
‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’ ও ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ দুর্নীতির মামলার দলের চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে রাজধানীর বকশীবাজারে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হতে চাইলে ছাত্রলীগ নেতাকর্মীরা বাধা দিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফজলে রাব্বী হলের মোড়ে সংঘর্ষ শুরু হয়। এতে কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফজলে রাব্বী হলের মোড়ে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ সময় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এলাকা থেকে তাদের মিছিলে ধাওয়া দেওয়া হয়।
বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, ছাত্রলীগ তাদের ওপর হামলা চালায়। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি ও সংঘর্ষ শুরু হয়। এ সময় একজনের মাথা ফেটে যায়। পুলিশ কাঁদানে গ্যাসের বেশ কয়েকটি শেল ছোড়ে।
সংঘর্ষের একপর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের গেটে রাস্তায় এবং গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এসময় নেত্রকোনা-১ আসনের সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলা চালানো হয় এবং তার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, চিকিৎসার জন্য এক রোগীকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসার সময় বিএনপির নেতা-কর্মীদের হামলার শিকার হন এই সাংসদ। হামলাকারীরা তার মাথায় আঘাত করে। এসময় রক্তাক্ত অবস্থায় তিনি হাসপাতালের পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন।
বিএনপির একদল নেতা-কর্মী ঢাকা মেডিকেলের পেছনের গেটে অবস্থান নেন। তারা সেখানে স্লোগান দেন। শেষ পর্যন্ত পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। ছবি- মহুবার রহমান