

রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের মিলনায়তনে সকাল ১০ টায় শুরু হয়েছে ইফাদ আটোস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র।
ড্র অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ইফাদ আটোস লিমিটেডের পরিচালক তাসকিন আহমেদ, পরিচালক তানভীর আহমেদ, ইস্যু ম্যানেজার ব্যানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হামদুল ইসলাম, কো ইস্যু ম্যানেজার আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূর আহমেদ, পোস্ট ইস্যু ম্যানেজার ইউকাস বিডির ব্যবস্থাপনা পরিচালক মাহবুব এইচ মজুমদার ।
সূত্র জানায়, এই কোম্পানির আইপিওতে ৬৩ কোটি টাকার বিপরীতে এক হাজার ২৩ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকার আবেদন জমা পড়েছে। কোম্পানিটি বাজার থেকে যে পরিমাণ টাকা তুলতে চেয়েছিল তার ১৬ দশমিক ৫ গুণ বেশি আবেদন জমা পড়েছে।
ইফাদ আটোসের আইপিওতে সাধারণ বিনিয়োগকারীরা ৭০২ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকার আবেদন জমা দিয়েছে। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কাছ থেকে ৭৮ কোটি ২৮ লাখ ৬২ হাজার টাকা, প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে ৫৬ কোটি ৮৯ লাখ ৬৪ হাজার টাকা এবং মিউচ্যুয়াল ফান্ডের কাছ থেকে ১৮৫ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার টাকার আবেদন জমা পড়েছে।
জানা গেছে, ব্যাংকের মাধ্যমে বিনিয়োগকারীরা ৬৯৫ কোটি ৫৩ লাখ ৫৪ হাজার টাকার আবেদন জমা দিয়েছে। এছাড়া ডিএসইর মাধ্যমে ২২০ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার টাকা, মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা এবং সিএসইর মাধ্যমে ৪২ কোটি ২১ লাখ টাকার আবেদন জমা পড়েছে।
এর আগে ২৩ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ইফাদ অটোর আইপিও আবেদন চলে।
বিএসইসির ৫২৭তম কমিশন সভায় ইফাদ অটোসের আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি পুঁজিবাজারে ২ কোটি ১২ লাখ ৫০ হাজার শেয়ার ছেড়ে ৬৩ কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করার অনুমতি পায়। ১০ টাকা ফেস ভ্যালুর সাথে ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ইফাদ অটোসের প্রতি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৬ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ৪৪ টাকা ১২ পয়সা ।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ব্যানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
অর্থসূচক/জিইউ/এসএ/এসএম