

ইফাদ অটোর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের মিলনায়তনে লটারির ড্র শুরু হয়।
ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফাদ অটোস লিমিটেডের পরিচালক তাসকিন আহমেদ, পরিচালক তানভীর আহমেদ, ইস্যু ম্যানেজার ব্যানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হামদুল ইসলাম, কো ইস্যু ম্যানেজার আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূর আহমেদ, পোস্ট ইস্যু ম্যানেজার ইউকাস বিডির ব্যবস্থাপনা পরিচালক মাহবুব এইচ মজুমদার ।
সূত্র জানায়, এই কোম্পানির আইপিওতে ৬৩ কোটি টাকার বিপরীতে এক হাজার ২৩ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকার আবেদন জমা পড়েছে। কোম্পানিটি বাজার থেকে যে পরিমাণ টাকা তুলতে চেয়েছিল তার ১৬ দশমিক ৫ গুণ বেশি আবেদন জমা পড়েছে।
ফলাফল দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন