ধারাবাহিক দরপতনে হামিদ ফেব্রিক্স

hamid-fabrics-ltd
hamid-fabrics-ltd
হামিদ ফেব্রিকস লোগো

বস্ত্র খাতের নতুন কোম্পানি হামিদ ফেব্রিক্স পুঁজিবাজারে তালিকাভুক্তির পর থেকেই দরপতনে রয়েছে। গত ১৩ কার্যদিবসে শেয়ারটির দর কমেছে ৩৩ শতাংশ। আজ মঙ্গলবার শেয়ারটি দর কমে লুজারের শীর্ষে রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ হামিদ ফেব্রিক্স ৫ টাকা ৩০ পয়সা বা ১২ দশমিক ৪১ শতাংশ দর কমে লুজারের শীর্ষে রয়েছে। এই শেয়ারটি আজ সর্বশেষ ৩৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানির ৭ লাখ ৩ হাজার ৮৪১টি শেয়ার ১ হাজার ৮৩১ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ২ কোটি ৬৬ লাখ টাকা।

উল্লেখ্য, তালিকাভুক্তির পর শেয়ারটি সর্বোচ্চ লেনদেন হয় ৬৯ টাকা দরে। আর সর্বনিম্ন ৩৭ টাকা ২০ পয়সা দরে। গত ৪ ডিসেম্বর কোম্পানিটি পুঁজিবাজারে লেনদেন শুরু করে।

মঙ্গলবার লুজার তালিকায় থাকা রংপুর ফাউন্ডারির ৯ দশমিক ৪৬ শতাংশ, পদ্মা অয়েলের ৬ দশমিক ৫৮ শতাংশ, সমতা লেদারের ৫ দশমিক ৪৫ শতাংশ, আরএকে সিরামিকের ৫ দশমিক ২৫ শতাংশ, জুট স্পিনার্সের ৮ দশমিক ৮২ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ৫ দশমিক ৩৩ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৪ দশমিক ৭৬ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ২ দশমিক ৮২ শতাংশ দর কমেছে।

অর্থসূচক/এসএ/