ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার

Tribunal3

একাত্তরের মুসলিম লীগ নেতা সৈয়দ কায়সারের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Tribunal3
সৈয়দ কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণা উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি: খালেদুল কবির নয়ন

মঙ্গলবার ভোর থেকেই ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন প্রায় সাড়ে ৩শ পুলিশ সদস্য; নিরাপত্তার দায়িত্বে আছেন গোয়েন্দা পুলিশ এবং র‌্যাব সদস্য। ট্রাইব্যুনালের বিভিন্ন প্রবেশপথে অবস্থান নিয়েছেন তারা।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কায়সারের মামলার রায় ঘোষণা করবেন।

হাইকোর্ট পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সালাম জানান, আদালত এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত পুলিশ।

এমই/