টপটেন গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য

  • sadia afrin
  • December 23, 2014
  • Comments Off on টপটেন গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
Mutual Fund
Mutual Fund
মিউচ্যুয়াল ফান্ডের লোগো

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন গেইনার তালিকায় মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য রয়েছে। তালিকার সেরা ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার এক্সিম ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৬০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে গেইনারের শীর্ষে রয়েছে। এদিন ফান্ডটির ইউনিট সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। আজ ফান্ডের ১০ ইউনিট মাত্র ১ বার লেনদেন হয়েছে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড। এই ফান্ডের ইউনিট দর ৬০ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। এই ইউনিট সর্বশেষ ৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। আজ ফান্ডের ১৪ হাজার ৫৩১টি শেয়ার ২৯ বার লেনদেন হয়েছে।

এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড গেইনারের ৬ষ্ঠ স্থানে রয়েছে। এই ফান্ডটির ইউনিট দর ৮০ পয়সা বা ২ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। এই ইউনিট সর্বশেষ ২৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। আজ ফান্ডের ৯ লাখ ৮৭টি শেয়ার ৪৯১ বার লেনদেন হয়েছে।

এছাড়া ফার্স্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ৩২ টাকা ৬০ পয়সা বা ২ দশমিক ৯৯ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০ পয়সা বা ২ দশমিক ২২ শতাংশ এবং এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ১০ পয়সা বা ২ দশমিক ২২ শতাংশ দর বেড়েছে।

টপটেন গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম টেক্সটাইল, ফ্যাস ফিন্যান্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও ইস্টার্ন লুব্রিকেন্টস।

অর্থসূচক/এসএ/