

এমন কিছু কথা আছে যা ছেলেরা কখনই বলে না। সেসব কথাই আপনাকে সঙ্গী সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। একইসাথে এ কারণে আপনাদের সম্পর্ক আরও ভালোর দিকে এগিয়ে যাবে।
জেনে নিন ছেলেরা কখনই বলে না যে ৫ কথা:
বন্ধুদের নিয়ে মেতে থাকা
আপনি বন্ধুদের সাথে মেলামেশা করছেন- এমনটা সঙ্গী সহজেই মেনে নিতে পারেন। কিন্তু আপনি সারাদিন তাদের নিয়েই মেতে আছেন তা কিন্তু তিনি কখনোই মেনে নেবেন না। তবে এই অপছন্দের কথাটি তিনি আপনাকে জানতে দেবেন না।
তারকা আসক্তি
ব্র্যাড পিট কিংবা সালমান খানের মতো অভিনেতাদের ফ্যান হতেই পারেন আপনি। কিন্তু এসব নিয়ে মাতামাতি করা সঙ্গীর মোটেই ভালো লাগবে না। ঠিক যেমন সঙ্গীর ক্যাটরিনা কাইফ বা জেসিকা অ্যালবার ম্যাগাজিন কাভারের দিকে মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকাটা আপনার একবোরেই পছন্দ হয় না।
নতুন প্রেম
আরও ভালো কাউকে খুঁজে পেয়েছে- মনের এ ভাব আপনার কাছে কখনোই প্রকাশ করবে না সে। কিন্তু তার মনে এমন শঙ্কা সবসময় থাকবে, আপনিও তার চেয়ে ভালো এবং যোগ্য কাউকে হয়তো খুঁজে পেয়েছেন। এ দুশ্চিন্তা কিন্তু আপনার মধ্যেও কাজ করবে।
আলিঙ্গনের নানা কারণ
শুধু মেয়েরাই তার ভালোবাসার মানুষের আলিঙ্গনে থাকতে পছন্দ করেন না; ছেলেরাও তার সঙ্গিনীকে জড়িয়ে ধরে একটু প্রশান্তি খুঁজে নিতে ভালোবাসেন। তবে আবেগে জড়িয়ে ধরা মানে এই নয়, সে আপনাকে বিছানায় পেতে চাইছে। আবার তার অন্তরে যে কোনো দুষ্টুমি নেই এমনও নয়। এসব বিষয়ে কিছু ভিন্ন ও বৈচিত্র্যময় চাহিদা থাকতেই পারে; যা প্রকাশযোগ্য নয়।
রাতে বন্ধুদের সাথে কী করেন
আপনার সঙ্গী রাতের বেলায় তার বন্ধুদের সাথে কী করেন কিংবা কোথায় যান তার বিস্তারিত কখনই আপনাকে বলবেন না। এমনকি জিজ্ঞাসা করলেও তিনি এড়িয়ে যাবেন। তাই এ বিষয়ে জিজ্ঞাসা না করাই ভালো।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
এএসএ/