

সম্প্রতি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আব্দুল মতিন। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষের সম্মতিতে তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে আব্দুল মতিন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, আব্দুল মতিন ১৯৯০ সালে বিমা পেশায় যোগ দেন। এরপরে তিনি সেন্ট্রাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স কোম্পানি, নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, তিনি ইসলামী বিমার ওপর সেমিনার ও প্রশিক্ষণে অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (এমকম) লাভ করেন তিনি।
অর্থসূচক/এসএ/