ইসলামী ইন্স্যুরেন্সের নতুন সিইও আব্দুল মতিন

  • sadia afrin
  • December 23, 2014
  • Comments Off on ইসলামী ইন্স্যুরেন্সের নতুন সিইও আব্দুল মতিন
মো. আব্দুল মতিন
মো. আব্দুল মতিন

সম্প্রতি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আব্দুল মতিন। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষের সম্মতিতে তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে আব্দুল মতিন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, আব্দুল মতিন ১৯৯০ সালে বিমা পেশায় যোগ দেন। এরপরে তিনি সেন্ট্রাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স কোম্পানি, নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, তিনি ইসলামী বিমার ওপর সেমিনার ও প্রশিক্ষণে অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (এমকম) লাভ করেন তিনি।

অর্থসূচক/এসএ/