আধা ঘণ্টায় ২১ কোটি টাকা লেনদেন

DSE_Suchak
সূচক নিম্নমুখীি

দেশের দুই স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন বেলা ১১টা পর্যন্ত লেনদেনের আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭২টি কোম্পানির। আর দর কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৬৬ পয়েন্টে। এই সময়ে বেড়েছে ডিএসই শরীয়াহ সূচক। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৫১ পয়েন্টে। এদিকে ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮০১ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে  (সিএসই) এই সময়ে সিএসই সার্বিক সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯৫৪ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

অর্থসূচক/এসএ/