
অবশেষে সঙ্গী ডেভিড ফার্নিসকে বিয়ে করে থিতু হলেন ব্রিটিশ সংগীত তারকা স্যার এলটন জন।

এক খবরে বিবিসি জানিয়েছে, রোববার আনুষ্ঠানিকভাবে এ সমকামী দম্পতি তাদের সিভিল পার্টনারশিপকে বিয়েতে রুপান্তরিত করেছেন।
এ উপলক্ষে যুক্তরাজ্যের বার্কশয়্যারে নিজেদের আবাসস্থল উইন্সডর স্টেটে একটি পার্টিরও আয়োজন করেছিলেন এ নবদম্পতি।
এ আয়োজনে স্বপরিবারে ডেভিক বেকহাম, ডেভিড উইলিয়ামস এবং এড শ্যারেনর মতো নামী-দামী তারকারা উপস্থিত ছিলেন।
ওই দিন সোশ্যল মিডিয়া এলটন-ডেভিডের বিয়ের ছবিতে ভরে যায়।
এলটন জন নিজেই তাদের বিয়ের ছবি পোস্ট করেছেন। এতে তিনি ‘শেয়ার দ্য লাভ’ হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিতরাও এ বিয়ে সংক্রান্ত পোস্টে হ্যাশট্যাগটি ব্যবহার করেছেন।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২১ ডিসেম্বর এলটন জন এবং ডেভিড ফার্নিস সিভিল পার্টনারশিপে আবদ্ধ হন।
চলতি বছরের মার্চে ব্রিটেনে সমলিঙ্গ বিয়ে বৈধতা পাওয়ার পর তারা বিয়ের ঘোষণা দিয়েছিলেন।
এ দম্পতির এক জোড়া ছেলে সন্তান রয়েছে।