ফরিদপুরে বাসচাপায় নিহত ২

Road Accident

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের বাহিরদিয়া নামক স্থানে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেলের ওই দুর্ঘটনায় বাসের ১০ জন যাত্রী আহত হয়।

Road Accident
ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের বাহিরদিয়ায় দুর্ঘটনাকবলিত বাস।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে খুলনা গামী যাত্রীবাহী এ.কে. ট্রাভেলসের একটি বাস বাহরিদিয়ায় আসার পর এর বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই মোটরসাইকেলের ২ আরোহী নিহত হন। নিহতরা হলেন- মশিউর ও জনি। তারা ফরিদপুর শহরের খাবাসপুর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, একই সময়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে এ.কে. ট্রাভেলসের ওই বাসের ধাক্কা লাগে। এতে বাসের ১০ জন যাত্রী আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

এমই/