খোলামেলা হতে আপত্তি নেই রাখির

বিতর্কিত মন্তব্যের জেরে বারবার খবরের শিরোনাম হয়েছেন বলিউডের মিরচি গার্ল রাখি সাওয়ান্ত। এবার তিনি বলেছেন, অভিনেত্রী হিসেবে চলচ্চিত্র জগতে টিকে থাকতে খোলামেলা হতে আপত্তি নেই তার।

ইন্ডিয়া টুডে এক খবরে জানিয়েছে, আসন্ন সিনেমা ‘মুম্বাই ক্যান ডান্স সালা’-এর প্রচারে সম্প্রতি মুম্বাই শহরের বিভিন্ন প্রান্তে ঘুরছেন রাখি। প্রচারে এসে তিনি জানালেন, অভিনয়ের প্রয়োজনে নিজের শরীর দেখাতেও রাজি তিনি।

rakhi
রাখি সাওয়ান্ত-ফাইল ছবি

রাখি বলেন,  আমি ২ বছর কোনো কাজ করিনি। তাই মিডিয়া ইন্ডাষ্ট্রিতে টিকে থাকা আমার জন্য কষ্টকর। আবার চলচ্চিত্র জগতে আমার পূর্বপরিচিতও কেউ নেই।  ফলে সেখানে আমার কোনো সমর্থনও নেই।

তিনি বলেন, কঠোর পরিশ্রমের কারণেই আজ আমি এখানে পৌঁছেছি। আমি নিজেকে গন্ডির মধ্যে বেঁধে রাখতে চাই না। অভিনয়ের প্রয়োজনে আমি খোলামেলা হতে প্রস্তুত।

‘মুম্বাই ক্যান ডান্স সালা’ ছবিটি পরিচালনা করেছেন সচীন্দ্র শর্মা। এই ছবিতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাখিকে।

অভিনয় প্রসঙ্গে রাখি বলেন, সিনেমাটিতে আমি অত্যন্ত শক্তিশালী ও নেতিবাচক চরিত্রে অভিনয় করছি।

আগামী বছরের ২ জানুরারি মুক্তি পেতে চলেছে সিনেমাটি।

উল্লেখ্য, এর আগে ছবিটির মিউজিক লঞ্চের দিন ছবির পরিচালক সচীন্দ্র শর্মাকে মঞ্চে উঠে চড় মেরেছিলেন রাখির এক বান্ধবী মনীষা কুমারি। তার অভিযোগ, পরিচালক তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। মনীষার এই অভিযোগ সমর্থন করেছিলেন রাখিও।

এএসএ/