তিউনিসিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় দাবি এসেবসির

  • syed baker
  • December 22, 2014
  • Comments Off on তিউনিসিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় দাবি এসেবসির
tunisia_election
tunisia_election
নির্বাচনে ভোট দিচ্ছেন এক নারী

তিউনিসিয়ার প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী দাবি করেছেন প্রার্থী বেজি কাইদ এসেবসি।

সোমবার এক খবরে বিবিসি জানিয়েছে, এক্সিট পোলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এসেবসি নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন।

যদিও তার প্রতিপক্ষ এবং দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট মুনসেফ মারজুকি পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

রোববার অনুষ্ঠিত নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয়নি।

এক্সিট পোলের তথ্য অনুযায়ী, এসেবসি ৫৫ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন।

ভোট গ্রহণ শেষ হওয়ার পরে স্থানীয় একটি টেলিভিশনে তিনি নিজের বিজয় দাবি করেন এবং বিজয়কে তিউনিসিয়ার শহীদের প্রতি উৎসর্গ করেন।

একই সঙ্গে তিনি মারজুকিকে ধন্যবাদ জানান এবং তাদের একসঙ্গেই কাজ করা উচিত বলে মন্তব্য করেন।

মারজুকি এ ঘোষণাকে অগণতান্ত্রিক আখ্যায়িত করেছেন।

প্রসঙ্গত, ১৯৫৬ সালে স্বাধীনতা লাভের পর এই প্রথম তিউনিসিয়ার মানুষ মুক্তভাবে ভোট দেয়ার সুযোগ পেল। ২০১১ সালে দেশটিতেই প্রথম আরব বসন্তের ঢেউ লেগেছিল।

আর তাতেই পতন হয়েছিলো সে সময়কার শাসক বেন জয়নাল আবেদিনের। এরপর থেকে মারজুকি অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন।