

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদী মিছিলে এ আহ্বান জানান সংসদের নেতারা।
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদীর গামা বলেন, বঙ্গবন্ধুর ডাকে দীর্ঘ ৯ মাস মুক্তিযোদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। তাই মুজিব মানেই বাংলাদেশ, মুজিব মানেই বাংলাদেশের স্বাধীনতা। আর বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করা মানে বাংলাদেশ ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমান বিভিন্ন সময় কটূক্তি করছে; যা বাঙ্গালী জাতির জন্য লজ্জাজনক। তাই তারেক রহমানকে বিচারের আওতায় আনতে সরকারকে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হবে।

এ সময় তিনি ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমানকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিও জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব মো. আলাউদ্দিন মিয়া, ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, ডা. আব্দুস সালাম খান প্রমুখ।
প্রসঙ্গত, বিজয় দিবস উপলক্ষে সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার, খুনি ও পাকবন্ধু বলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও নাটোরে চারটি মানহানি মামলা হয়েছে। ঢাকার মামলায় গতকাল রোববার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
এমআই/