

কম-বেশি সবাই সাজ-পোশাকে স্টাইল করতে ভালোবাসেন। তবে আজকের দিনে নিজেকে আকর্ষণীয় করতে খুব সুন্দর হওয়ার প্রয়োজন পড়ে না। একটু স্টাইলিশ লুকই আপনাকে অন্যের কাছে সুন্দর ও আকর্ষণীয় করে তুলবে। স্টাইলিশ সাজ-পোশাক মানেই অনেক টাকা খরচ করে দামী কিছু কিনে নিজেকে সাজানো নয়। বরং একটু বুদ্ধি খাটিয়ে সামান্য অর্থ খরচ করেই নিজেকে স্টাইলিশ দেখাতে পারেন আপনি।
জেনে নিন কম খরচে নিজেকে স্টাইলিশ দেখানোর কিছু টিপস:
শুধু ব্র্যান্ডের পোশাক পরবেন না
দামী ব্র্যান্ডের পোশাক পরলেই যে আপনাকে স্টাইলিশ দেখাবে একথা ঠিক নয়। খরচ বাঁচাতে নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনীচক, হকার’স মার্কেটে চলে যান। সেখান থেকে কম দামে অনেক স্টাইলিশ পোশাক কিনতে পাওয়া যায়। এসব পোশাকেও নিজের লুকটাকে করতে পারেন স্টাইলিশ।
বিক্রির সময় পোশাক কিনুন
ব্র্যান্ডের পোশাকের প্রতি যদি আপনার দুর্বলতা থেকে থাকেই; তবে হুটহাট জিনিস না কিনে একটু অপেক্ষা করুন। সেল সিজন শুরু হলে তবেই পোশাক কিনে ফেলুন।
পুরোনো কাপড় ফেলবেন না
পুরানো সব কাপড় একসাথে ফেলে না দিয়ে নতুন কিছু তৈরি করুন। যেমন- পুরনো ওড়না দিয়ে সুন্দর স্কার্ফ তৈরি করতে পারেন। এছাড়া পুরাতন কাপড়ের কিছু অংশ দিয়ে নতুন কাপড়ে ডিজাইনও করতে পারেন তাতে পোশাকটি আরও বেশি স্টাইলিশ মনে হবে।
সেলাই শিখে রাখুন
সামান্য একটু সেলাই খুলে যাওয়া কিংবা চলার পথে একটু টান লেগে কোনা ছিঁড়ে যাওয়ার কারণে অনেকে পোশাকটাই বাদ দিয়ে দেন। আবার নতুন পোশাক কিনে তা অলটার করার জন্যও দর্জির কাছে যেতে হয়। কাজেই ছোটোখাটো সেলাইয়ের টেকনিক নিজেই শিখে রাখুন। তাহলে অযথা পয়সা নষ্ট হবে না।
এএসএ/