
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) ২৭তম বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার রাজধানীর হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থাপিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, জীবন বিমা খাতে ২০১২ সালে প্রাইভেট বিমা কোম্পানিগুলোর উপার্জিত প্রিমিয়াম ৬২ হাজার ৪৮৩ মিলিয়ন টাকা। এটি ২০১৩ সালে ৬৬ হাজার ৮৩৪ মিলিয়ন টাকায় উন্নিত হয়। এই বৃদ্ধির পরিমাণ শতকরা ৬ শতকরা ৯৬ শতাংশ।
এতে আরও বলা হয়, বেসরকারি জীবন বিমা খাতের লাইফ ফান্ড ২০১৩ সালে বৃদ্ধি পেয়ে ২ লাখ ২১ হাজার ৭৮৯ মিলিয়ন টাকা। ২০১২ সালে এর পরিমাণ ছিল ১ লাখ ৯৪ হাজার ৫৫১ মিলিয়ন টাকা। বেসরকারি জীবন বীমা খাতে ২০১২ সালের বিনিয়োগ ১ লাখ ৬৬ হাজার ১৩২ মিলিয়ন টাকা থেকে বেড়ে ২০১৩ সালে ১ লাখ ৯২ হাজার ৭০৪ মিলিয়ন টাকা হয়।
সাধারণ বিমা খাতে প্রাইভেট বিমা কোম্পানিগুলোর মোট প্রিমিয়াম আয়ের পরিমাণ ২০১২ সালে ছিল ১৮ হাজার ৯৯৯ মিলিয়ন টাকা। ২০১৩ সালে এটি ২০ হাজার ৯৯৮ মিলিয়ন টাকা হয়। এতে আয় বৃদ্ধির পরিমাণ শতকরা ১০ শতাংশের বেশি।
বিআইএ প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে এই সভায় আরও বক্তব্য রাখেন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ডা. এ.বি.এম. জাফর উল্লাহ, ঢাকা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক এ.কিউ.এম. ওয়াজেদ আলী, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. হাফিজ উল্লাহ, তাকাফুল ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক কে.এ.এম. ফেরদৌস প্রমুখ।
বিজ্ঞপ্তি/এমই/