

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যৌথ অভিযানে সন্ত্রাসী সন্দেহে বিদেশিসহ তিন শতাধিক মানুষকে আটক করা হয়েছে। শনিবার এ অভিযান পরিচালিত হয়।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন রোববার এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, দুই জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকরের পর সম্ভাব্য জঙ্গি হামলার হুমকির খবরে এ অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্র এবং গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, পাকিস্তানে স্কুলে তালেবান হামলায় শতাধিক শিক্ষার্থীর মৃত্যুর পর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর থেকে স্থগিতাদেশ তুলে দেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
এরপর শুক্রবার রাতেই পাকিস্তানে আকিল এবং আরশাদ মেহমুদ নামের ২ বন্দির ফাঁসি কার্যকর করা হয়।