স্টেইনগানে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ

শিবনারায়ন চন্দরপলের বিরুদ্ধে আউটের আবেদন বরছেন ডেল স্টেইন
শিবনারায়ন চন্দরপলের বিরুদ্ধে আউটের আবেদন বরছেন ডেল স্টেইন

বল করলেন ১৪ ওভার তাতেই লজ্জায় ডুবল ওয়েস্ট ইন্ডিজ। রীতিমত আগুন ঝরিয়ে ৩৪ রানে একাই ৬ উইকেট তুলে নিলেন ডেল স্টেইন। স্টেইন তোপেই প্রথম টেস্টের একদিন বাকি থাকতেই ইনিংস ও ২২০ রানে হারার লজ্জায় ডুবেছে সফরকারীরা।

টসে জিতে প্রথমেই প্রোটিয়া অধিনায়কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক দিনেশ রামদিন। টস হেরেও প্রথমে ব্যাট করে রানের বন্যা বইয়ে দিয়েছিল স্বাগতিকরা। ২০৮ করেন অধিনায়ক আমলা। এছাড়া ডি ভিলিয়ার্স ১৫১ এবং স্টিয়ান ভ্যান জিল করেন অপরাজিত ১০১ রান। ৫ উইকেটে ৫৫২ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

জবাবে প্রথম ইনিংসে মাত্র ২০১ রানেই অলআউট ক্যারিবীয়রা। ফিল্যান্ডার আর মরকেলের তোপের মুখে দ্রুত অলআউট হতে হয়েছিল তাদের। ফিল্যান্ডার নেন ৪টি এবং মরনে মর্কেল নেন ৩ উইকেট।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে  ওয়েস্ট ইন্ডিজের অবস্থা আগের ইনিংসের চেয়েও হয়ে পড়ে করুন। এবার ফিল্যান্ডার – মরকেল  ভুমিকায় ডেল স্টেইন-মরকেল।

২ উইকেটে ৭৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা ওয়েস্ট ইন্ডিজ ১৩১ রানেই অলআউট হয়ে যায়। এদিন মাত্র ১৫.৩ ওভার ব্যাট করতে পারে তারা। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন মরনে মরকেল। আর ভারনন ফিল্যান্ডার ১টি উইকেট নেন ৬ রান খরচায়।

ম্যাচ সেরার পুরস্কার পান প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা।