সাপ্তাহিক লুজারের শীর্ষে আজিজ পাইপস

Aziz Pipies
Aziz Pipies
আজিজ পাইপসের লোগো

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লুজারের শীর্ষে উঠে এসেছে আজিজ পাইপস। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ২৩ দশমিক ৪৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি প্রতিদিন ৬ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। আর পুরো সপ্তাহে ২৭ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে যমুনা অয়েল। সপ্তাহের ব্যবধানে শেযারটির দর কমেছে ১৬ দশমিক ৬০ শতাংশ। কোম্পানিটি প্রতিদিন ৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আর পুরো সপ্তাহে ১৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

লুজারের তৃতীয় স্থানে রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর কমেছে ১৬ দশমিক ৬০ শতাংশ। কোম্পানিটি প্রতিদিন ১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এছাড়া লুজারে থাকা ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ১০ দশমিক ২০ শতাংশ, আরএন স্পিনিং মিলসের ১০ দশমিক ৬ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৬৯ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৮ দশমিক ৫১ শতাংশ, এক্সিম ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৭ দশমিক ৮১ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৭ দশমিক ৭৫ শতাংশ এবং ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৭ দশমিক ১১ শতাংশ দর কমেছে।

অর্থসূচক/এসএ/