লেনদেনে সেরা অগ্নি সিস্টেমস

অগ্নি সিস্টেমসের লোগো
অগ্নি সিস্টেমসের লোগো

প্রকৌশল খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস গত সপ্তাহে লেনদেনের সেরা কোম্পানির তালিকায় উঠে এসেছে। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির লেনদেন  ৮ দশমিক ১৭ শতাংশ বেড়ে লেনদেনের শীর্ষে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২০ লাখ শেয়ার ৩৯ কোটি ৩৯ লাখ টাকায় লেনদেন হয়েছে।

সপ্তাহের ব্যবধানে আরও ৫ কোম্পানির শেয়ার লেনদেন বেড়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের লেনদেন বেড়েছে ১৪ দশমিক ৫৮ শতাংশ। পুরো সপ্তাহে কোম্পানির এক কোটি ১৫ লাখ শেয়ার ৩০ কোটি টাকায় লেনদেন হয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের লেনদেন বেড়েছে ১৩ দশমিক ২৯ শতাংশ। পুরো সপ্তাহে কোম্পানির ৫২ লাখ ৭৫ হাজার শেয়ার ২৯ কোটি টাকায় লেনদেন হয়েছে।

এছাড়া লাফার্জ সুরমা সিমেন্টের ২ দশমিক ৪ শতাংশ, কাশেম ড্রাইসেলসের ২ দশমিক ৯৭ শতাংশ এবং কেয়া কসমেটিকসের ৩ দশমিক ৭৩ শতাংশ লেনদেন বেড়েছে।

অপরদিকে লেনদেন কমেছে ৪ কোম্পানির। এর মধ্যে স্কয়ার ফার্মার ২ দশমিক ৪৯ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ৩ দশমিক ৪৩ শতাংশ, বেক্সিমকো ফার্মার ১ দশমিক ৫৬ শতাংশ ও গ্রামীণফোনের ৩ দশমিক ৩৯ শতাংশ লেনদেন কমেছে।

অর্থসূচক/এসএ/