দল থেকেও বাদ পড়লেন কুক

কুক ও মরগ্যান
কুক ও মরগ্যান

শ্রীলংকার বিপক্ষে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজে ৫-২ ব্যবধানে হারের পর ইংল্যান্ড অধিনায়ককে বরখাস্ত করার খবর ছড়িয়ে পড়েছিল গতকাল শুক্রবার। তবে তখন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডে(ইসিবি)।

আজ কুককে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি। নির্বাচকরা আগামী ওয়ানডে বিশ্বকাপের দল থেকেও বাদ দিয়েছে তাকে।

ইসিবি শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অস্ট্রেলিয়ায় আগামী মাসে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ও বিশ্বকাপের জন্য আয়ারল্যান্ডের হয়ে ক্যারিয়ার শুরু করা ইয়ন মরগ্যান অধিনায়ক করা হয়েছে।

ইংল্যান্ডের নির্বাচক জেমস হুইট্যাকার বলেন, “শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সিরিজ পর্যালোচনা করে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি, আমাদের সেরা ১৫ জন ওয়ানডে খেলোয়াড়েরর মধ্যে কুকের কোনো জায়গা নেই।”

কুক বলেন, “বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে আমি বিধ্বস্ত হয়ে পড়েছি। এই হতাশা কাটিয়ে উঠতে আমার সময় লাগবে।”

কুক ৬৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ৩৬ টিতে বিপরীতে হার ৩০ টিতে। একটি ম্যাচ হয়েছে টাই। বাকি ২ ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

অন্যদিকে মরগ্যান নেতৃত্বে ৮ ম্যাচ খেলেছে ইংল্যান্ড। জিতেছে ৩টিতে হার ৪টিতে। অন্যটি হয়েছে পরিত্যক্ত।

২৯ বছর বয়সী কুক ওয়ানডেতে কিন্তু বেশ খারাপই করছিলেন। নেতৃত্বে যেমন, পারফরম্যান্সেও তেমন। সর্বশেষ ২২ ইনিংসে মাত্র ১টি হাফ সেঞ্চুরি রয়েছে তার।