
ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষের সময় তাপস সরকার হত্যায় দায়ীদের শাস্তির দাবি নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগ। শিক্ষার্থীরা উদ্যোগে শনিবার দুপুর ১টার দিকে বিভাগের শ্রেণিকক্ষে আয়োজিত শোকসভায় এই দাবি জানানো হয়।

এর আগে সকাল ১১টায় ক্যাম্পাসে শোক র্যালি এবং শহীদ মিনার প্রাঙ্গণে মাবনবন্ধনে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় হত্যার সুষ্ঠু তদন্ত ও এর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে শিক্ষার্থী।
সকাল ১১টায় কলা ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন ঘুরে শহীদ মিনারে শেষ হয় র্যালি। সেখানে মানববন্ধনের পর দুপুর ১টার দিকে সংস্কৃত বিভাগের শ্রেণিকক্ষে শোকসভার আয়োজন করা হয়।
সংস্কৃত বিভাগের সভাপতি ড. শান্তি রাণী হালদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর রিতা রানী ধর।
এছাড়া অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিভাগের অফিস সহকারী নাজিম উদ্দিন ও আনোয়ার হোসেন এবং বিভাগের শিক্ষার্থী মনোয়ার হোসেন মাসুম, অপু পাল, দিপ্ত সিং, রুবেল সরকার প্রমুখ।
এমই/