জানাযা পড়ে ফেরার পথে নিহত ২ ভাই

chittagong
Chittagong
চট্টগ্রামের মানচিত্র।

এক আত্মীয়ের জানাযা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন দুই ভাই। চট্টগ্রাম নগরীর বাদামতলী এলাকার চান্দগাঁও এলাকা খাজা রোডে শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মরহুম আবদুস সবুরের ছেলে ফরিদুল আলম (৪৫) ও আবু সিদ্দিক (৪২)।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে এক আত্মীয়ের জানাযার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন দুই ভাই। এ সময় প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই বড় ভাই ফরিদুলের মৃত্যু হয়। আর গুরুত্বর আহত অবস্থায় ছোট ভাই আবু সিদ্দিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চান্দগাঁও থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, ব্যবসায়িক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকবাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।