৩ সেঞ্চুরিতে বড় সংগ্রহ দ. আফ্রিকার

Stiaan Van Zyl

সেঞ্চুরিয়ান টেস্টের ২য় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটে ৫৫২ রানে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ১ম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন অধিনায়ক হাশিম আমলা। এছাড়া ১৫২ রান করে আউট হয়েছেন এবি ডি ভিলিয়ার্স। ১০১ রানে অপরাজিত থাকেন স্টিয়ান ফন সিল।

Stiaan Van Zyl
সেঞ্চুরিয়ান টেস্টে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেন স্টিয়ান ফন সিল। শতকের পর উচ্ছ্বাসিত সিল।

ম্যাচের ২য় দিনের ৪৯.৩ ওভারে ৫৫২ রানে স্বাগতিকরা ১ম ইনিংস ঘোষণা করলেও বৃষ্টির কারণে ব্যাট করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

১ম দিনের ৪ উইকেটে ৩৪০ রানে ব্যাট করতে নেমে দিনের শুরুতেই প্যাভিলিয়নে ফিরেন আগের দিনে শতরান পূর্ণ করা ডি ভিলিয়ার্স। এর আগে অধিনায়ক আমলার সঙ্গে ৪র্থ উইকেটে ৩০৮ রানের জুটি গড়েন ডি ভিলিয়ার্স।

এরপর ৫ম উইকেটে ১৫৫ রানের জুটি গড়েন আমলা ও অভিষিক্ত ব্যাটসম্যান সিল।

Hashim Amla
সেঞ্চুরিয়ান টেস্টে অভিষেক ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন অধিনায়ক হাশিম আমলা।

বেনের শিকারে পরিণত হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে ঘরের মাটিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন আমলা। ৩৭১ বলে ২২টি চারের সাহায্যে ২০৮ রান করেন তিনি।

অতিথিদের কেমার রোচ ও বেন ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ৫৫২/৫ ইনিংস ঘোষণা (পিটারসেন ২৭, এলগার ২৮, দু প্লেসি ০, আমলা ২০৮, ডি ভিলিয়ার্স ১৫২, ভ্যান জিল ১০১*, ডি কক ১৮*; রোচ ২/৫২, বেন ২/১৪৮, কট্রেল ১/১২৪)।

এমই/