

হাসপাতালে চিকিৎসাধীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে নিয়ে কোনো চিন্তা নেই বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা।
আজ ভারতের এক সংবাদমাধ্যমে এ তথ্য জানিয়েছে।
শ্বাসকষ্টের সমস্যার কারণে সোনিয়া গান্ধীকে বৃহস্পতিবার দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়।
বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর অরুপ কুমার বসুর নেতৃ্ত্বে তার চিকিৎসকা চলছে।
চিকিৎসকরা জানিয়েছেন, সোনিয়ার শ্বাসনালীতে সংক্রমণ ধরা পড়েছে। তবে এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। শীতে এই ধরনের সমস্যা হয়ে থাকে।
এর আগে গত বছরের এপ্রিলে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান কংগ্রেস সভাপতি সোনিয়া। এর আগে ২০১১ সালে অসুস্থতার জন্য তার শরীরে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই চিকিৎসকের নিয়মিত তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
এসএম