‘সাংবাদিকতায় বিভাজন রোধে জগলুল আহমদ অনুসরণীয়’

  • sahin rahman
  • December 19, 2014
  • Comments Off on ‘সাংবাদিকতায় বিভাজন রোধে জগলুল আহমদ অনুসরণীয়’
jaglul ahmad

দেশের সাংবাদিকতায় এখন বিভাজন চলছে। কিন্তু প্রয়াত সাংবাদিক জগলুল আহমদ চৌধুরী মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে দলমতের উর্দ্ধে থেকে আজীবন সাংবাদিকতা করেছেন। তাই সাংবাদিকতায় বিভাজন দূর করতে জগলুল আহমদের আদর্শ অনুসরণ করতে হবে সাংবাদিক সমাজকে।

jaglul ahmad
ঢাকাস্থ হবিগঞ্জ অ্যাসোসিয়েশন এ স্মরণসভার আয়োজন করে। ছবি- মহুবার রহমান

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিক জগলুল আহমদ চৌধুরীর স্মরণে আয়োজিত এক সভায় বক্তারা এসব কথা বলেন।

সভাটির আয়োজন করে হবিগঞ্জ অ্যাসোসিয়েশন, ঢাকা। সভার শুরুতেই জগলুল আহমদের জীবন ও স্মৃতি নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন আ ন স হাবীবুর রহমান।

সভায় স্মৃতিচারণ করে বক্তারা বলেন, ব্যক্তিগত জীবনে জগলুল ছিলেন সৎজন, বিনয়ী, বন্ধুসুলভ ও পরোপকারী। কিভাবে মানুষকে সাহায্য করা যায় সেটাই ছিলো তার মূল চিন্তার বিষয়।

তারা বলেন, জগলুল আহমদ বাসে চড়তে ভালোবাসতেন এবং নিরাপদ মনে করতেন। কিন্তু এই বাসই তার কাল হলো। দুর্ভাগ্যজনক হলেও সত্য এখন পর্যন্ত ঘাতক বাসটিকে সনাক্ত করতে পারেনি প্রশাসন।

সভায় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, জগলুল দল নিরপেক্ষ ছিলেন কিন্তু আদর্শ নিরপেক্ষ ছিলেন না। তিনি বিশ্বাস করতেন মুক্তিযুদ্ধের চেতনায়। তার বিভিন্ন লেখা ও আলোচনায় তা স্পষ্ট। দক্ষিণ এশিয় রাজনীতি বিষয়ে তিনি ছিলেন অসাধারণ বিশ্লেষক।

এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, জগলুল ছিলেন দক্ষ রাজনীতি বিশ্লেষক। দেশে বিদেশে তার সুনাম আছে। আর মানুষ হিসেবে তিনি ছিলেন অমায়িক।

বাবার স্মৃতি চারণা করে জগলল আহমেদের মেয়ে অন্তরা আহমদ চৌধুরী বলেন, আব্বু আমাদের সব সময় মানুষের পাশে দাঁড়াতে শিখিয়েছেন। তিনি প্রায় বলতেন মানুষের প্রতি কর্তব্য পালনেই তৃপ্তি নেওয়ার মতো সুখ আর নেই।

সভায় আয়োজক সংগঠনের সভাপতি ডা. সি এম দিলওয়ার রানার সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সাংবাদিক সালেহ চৌধুরী, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী প্রমুখ।

সভা শেষে প্রয়াত জগলুল আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এমআই/