

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার পৃথক দুটি ঘটনায় এক কেজি ৬১২ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।
এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. রাশেদ ও আবু তাহের নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
প্রথমে শুক্রবার দুপুর ১২টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে মালয়েশিয়ান এয়ারলাইনসের যাত্রী মো. রাশেদকে ৮০০ গ্রাম সোনাসহ আটক করেন শুল্ক গোয়েন্দারা। ছোট ছোট টুকরা করে প্যান্টের বেল্টের মধ্যে এসব সোনা লুকিয়ে রেখেছিলেন তিনি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান সাংবাদিকদের জানান, উদ্ধার হওয়া সোনার দাম ৪০ লাখ টাকা।
এর পর বেলা দেড়টার দিকে গ্রিন চ্যানেল থেকে আবু তাহের নামের সৌদি এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকে সাতটি সোনার বার উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়া উদ্দিন জানিয়েছেন, এসব সোনার বারের মোট ওজন ৮১২ গ্রাম।