

বাবাকে গুলি করে হত্যার করায় ছেলেকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
কলোরাডো রাজ্যের ডেনভার শহরে গত বছরের মে মাসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের সময় ওই ছেলের বয়স ছিল ১৩ বছর।
বৃহস্পতিবার সরকারপক্ষের আইজীবীবা কারাদণ্ডের বিষয়ে সাংবাদিকদের জানান।
ঈগল কান্টি জেলার অ্যাটর্নি ব্রুস ব্রাউন এক বিবৃতিতে জানান, বাবা হত্যায় ছেলেকে কিশোর আইনে ৭ বছর এবং অন্য অপরাধে প্রাপ্ত বয়স্ক আইনে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বাবা জোসেফ কেলি যুক্তরাষ্ট্রের ডেনভারের ১০৫ মাইল পশ্চিমে জিপসামের পার্বত্য শহরে কাজ করতেন। কিন্তু কয়েকদিন তিনি অফিস করছিলেন না।
এসময় তার ছেলে বাবার কাজের প্রতিষ্ঠানকে জানায়, বাবা অসুস্থ; অফিস করতে পারবেন না। কিন্তু ছুটির মেয়াদ বাড়তে থাকায় বাবার এক সহকর্মী খোঁজ খবর নিতে শুরু করেন। এক পর্যায়ে সহকর্মীর বাড়িতে এসে উদঘাটন করেন, তাকে ৬ দিন আগে গুলি করে হত্যা করা হয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি।