

ফেনী শহরের এসএসকে সড়কের ইসলামী ব্যাংকের সামনে শুক্রবার দুপুরে পাকা রাস্তা ফেটে তরল তেল জাতীয় পদার্থ বের হয়ে আসে। এ ঘটনা দেখতে উৎসুক মানুষের ভিড়ে বেড়ে গেলে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পৌর মেয়র, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এসে রাস্তা খুঁড়ে তেল জাতীয় পদার্থের উৎস অনুসন্ধান করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জুমার নামায শেষে মুসল্লিরা এসএসকে সড়কের ইসলামী ব্যাংকের সামনে রাস্তায় তেল উঠতে দেখেন।স্থানীয় লোকজন ধারণা ছিল- পাইপ ফুটো হয়ে পানি বের হচ্ছে। কিন্তু ওই স্থান থেকে কেরোসিন এবং তেল জাতীয় পদার্থের মিশ্র গন্ধ বের হতে থাকলে অনেকে থালা-বাটি এনে তা সংগ্রহ করতে থাকেন। এক পর্যায়ে উৎসুক মানুষের ভিড় বাড়লে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নীরিক্ষা শুরু করেছে।
তবে তেল জাতীয় এ পদার্থটি এখনও নিরূপণ করতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। এ ব্যাপারে বিশেষজ্ঞ পর্যায়ে কথা বলা হবে বলে পুলিশ জানায়।