

মালদ্বীপে পানি সরবরাহ শেষে দেশে ফিরেছে ‘বিএনএস সমুদ্রজয়’। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নৌবাহিনীর এ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায় ।
মালদ্বীপে সুপেয়ে পানির সংকট নিরসনে গত ৭ ডিসেম্বর এক লাখ লিটার বোতলজাত পানি এবং পাঁচটি ডিস্যালাইনেশন প্ল্যান্টসহ এ জাহাজটি পাঠানো হয়।
১২ ডিসেম্বর দেশটির মালি বন্দরে মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল (অব.) আহমেদ নাজিমের নিকট এসব বিশুদ্ধ পানি এবং ডি-স্যালাইনেশন প্লান্ট হস্তান্তর করেন। এসময় মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল আবদুল আউয়ালসহ মালদ্বীপ সরকারের অন্যান্য উচ্চপদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর মালদ্বীপের রাজধানী মালিতে পানি উত্তোলনকারী ওয়াটার ও সুয়ারেজ কোম্পানিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এতে দেশটির প্রায় এক লক্ষাধিক মানুষ সুপেয় পানি সংকটে পড়ে।এ পরিস্থিতিতে দেশটির সরকার ৫ ডিসেম্বর জাতীয় বিপর্যয় ঘোষণা করে।
সংকট নিরসনে বাংলাদেশ, ভারত, শ্রীলংকাসহ বেশ কয়েকটি বন্ধু রাষ্ট্রের সহায়তা চায় দেশটির সরকার।