পেশোয়ারে শিক্ষার্থী হত্যার প্রতিবাদ

  • syed baker
  • December 19, 2014
  • Comments Off on পেশোয়ারে শিক্ষার্থী হত্যার প্রতিবাদ
protest for killing children in pakistan 2

পাকিস্তানের পেশোয়ারে স্কুলে হামলা চালিয়ে শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্বলন, মানবন্ধন ও র‍্যালির আয়োজন করা হয়।

এসব সমাবেশ থেকে জঙ্গি হামলার তীব্রনিন্দা জানিয়ে হামলাকারীদের গণহত্যাকারী আখ্যায়িত করে তাদের বিচার দাবি জানানো হয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সকাল ১০ টার দিকে পাকিস্তানের পেশোয়ার শহরে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে হামলা চালায় তালেবান জঙ্গিরা। এতে শতাধিক শিশুসহ অন্তত ১৩০ জন নিহত হয়।

protest for killing children in pakistan 2
জাতীয় প্রেসক্লাবের সামনে শিশু কিশোর মেলার মানববন্ধন (ছবি-মহুবার রহমান)
Candle light_Pakistan embassy
পাকিস্তানে দূতাবাসের সামনে মোমবাতি প্রজ্বলন (ছবি-মহুবার রহমান)
protest for killing children in pakistan 2
ঐক্যন্যাপের সংবাদ সম্মেলন (ছবি-মহুবার রহমান)
rally for killing children in pakistan 2
জুমার নামাজের পর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল (ছবি- মহুবার রহমান)