
ব্রিসবেন টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে ২ উইকেট তুলে লিড নেওয়ার স্বপ্ন দেখছিল ভারত। কিন্তু স্মিথের শতক, সঙ্গে জনসন ও স্টার্কের অর্ধশতকে ৫০৫ রান তুলে ৯৭ রানের লিড পায় অস্ট্রেলিয়া। গ্যাবা টেস্টের তৃতীয় দিন শেষে মহেন্দ্র সিং ধোনির দল এখনো পিছিয়ে ২৬ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৭১ রান।

অ্যাডিলেডে হারার পর সিরিজে টিকে থাকতে এই মুহূর্তে ভারত তাই কিছুটা চাপের মধ্যে।
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুরালি বিজয় স্টার্কের বলে বোল্ড হয়ে ফিরেছেন ২৭ রান করে। শিখর ধাওয়ান ২৬ ও চেতেশ্বর পূজারা ১৫ রানে অপরাজিত আছেন ।
আগের দিনের ৪ উইকেটে ২২১ রানে খেলতে নেমে আজ ৫৭.৪ ওভারে অবশিষ্ট ৬ উইকেটে অস্ট্রেলিয়া তুলেছে ২৮৪ রান। অধিনায়ক স্মিথ ১৯১ বলে ১৩৩ রান করেন। ১৩ বাউন্ডারি ও ২ ছয়ে সাজানো ছিল তার ইনিংস।
অধিনায়কত্বের অভিষেকেই সেঞ্চুরি করে স্মিথ ঠাঁই নিয়েছেন রেকর্ডের পাতায়। গ্রেগ চ্যাপেলের পর এই প্রথম কোনো অসি ব্যাটসম্যান সেঞ্চুরি পেলেন অধিনায়কত্বের অভিষেকেই।
এছাড়া জনসন ৮৮, রজার্স ৫৫, স্টার্ক ৫২, হ্যাজলউড ৩২ ও মার্শ ৩২ রান করেন। ভারতের পক্ষে ৩টি উইকেট করে নেন ইশান্ত শর্মা ও উমেশ যাদব। ২ উইকেট করে নেন বরুন অ্যারন ও অশ্বিন।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ১০৯.৪ ওভারে ৪০৮ রান করে।