
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কেয়ার্নস শহরের একটি ঘর থেকে ৮ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। ঘরটির চারপাশে অবস্থান নিয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে দেশটির পুলিশ।

শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত শিশুদের বয়স ১৮ মাস থেকে ১৫ বছরের মধ্যে।
এতে বলা হয়েছে, ওই ঘরে থেকে ছুরিকাহত ৩৪ বছরের এক নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
প্রতিবেদনে বলা হয়েছে, আহত ওই নারী এবং নিহত শিশুদের মধ্যে সম্পর্ক নিশ্চিত করতে পারেনি পুলিশ। সংঘর্ষের বিস্তারিত এখনও জানা যায়নি।

স্থানীয় গণ্যমাধ্যমের সংবাদে বলা হয়েছে, ছুরির আঘাতে ওই শিশুদের খুন করা হয়েছে। তবে পুলিশ এখনও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেছেন, এটি অনির্বচনীয় এপরাধ। তাদের মা-বাবাই এর বিষণ্নতা অনুভব করতে পারেন।
একে দুঃখজনক ঘটনা উল্লেখ করলেও উদ্বেগের কোনো কারণ নেই বলে দাবি করছে পুলিশ।
কেয়ার্নসের গোয়েন্দা কর্মকর্তা ব্রুনো আ্যসনিকার জানান, নিহত সবাই একই পরিবারের কিনা তা এখনও জানা যায়নি।
এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি দেশটির পুলিশ।
সম্প্রতি, অস্ট্রেলিয়ার সিডনির লিন্ড চকলেট ক্যাফেতে বন্দুকধারীর অস্ত্রের মুখে জিম্মি সংকটের ঘটনা ঘটে। এতে ওই বন্দুকধারী এবং ২ জিম্মির মৃত্যু হয়।
এমই/