

পুরুষের সঙ্গে নারীরা একটু বেশিই মিথ্যা কথা বলে থাকেন। তবে তাকে কষ্ট দেওয়া বা তার সাথে সম্পর্ক রক্ষা করার জন্য এমনটি করেন না তারা। পরিবেশ পরিস্থিতি বুঝে বিশেষ করে অযথা যুক্তিতর্ক এড়াতেই একটু বেশি মিথ্যার আশ্রয় নেন তারা।
সম্প্রতি ভারতের বার্তাসংস্থা টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে।
সাধারণত যেসব কমন মিথ্যা বলেন তারা:-
১. কই? আমিতো আপনার ফোনের জন্য অপেক্ষা করছিলাম না।
২. আমি আপনাকে সত্যি সত্যি পছন্দ করি, কিন্তু এটা ভালবাসায় রুপ নিবে কিনা? তা জানি না।
৩. আমি চাইলে যে কারো সাথে বিছানায় যেতে পারি কিন্তু যার সাথে যেতে চাই সে হচ্ছে একমাত্র তুমি।
৪. রেস্টুরেন্টে বয়ফ্রেন্ডের সাথে খাবার খেতে গেলে বলে, দেখ বিলটা কিন্তু আমি দিবো। প্রতিদিন তুমি বিল দিবে এটাতো হতে পারে না।
৫. আমি সত্যিই তোমাকে বোঝাতে পারি না যে, আমি তোমাকে এতো….. ভালবাসি!
৬. যৌন সম্পর্ক হচ্ছে একটা মজার বিষয়।
৭. যদি প্রেমিকটি সুদর্শণ না হয়, কিন্তু ধণী। সেক্ষেত্রে প্রেমিকা বলে, তুমি না অনেক সুন্দর!
৮. তোমাকে সম্বোধনসূচকভাবে পেতে চাই না, চাই না কখনো বিরক্তও করতে।আমি সারাজীবন তোমার পথ চেয়ে থাকবো।
৯. তুমিই হচ্ছে একমাত্র সেই ব্যক্তি যাকে আমি সারা জীবন ধরে চেয়েছি।
১০. আমি যদি তোমার সাথে বাইরে না যায়, তবে তুমি ঠিকই অন্য কাউকে খুঁজে নেবে।
১১. স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবোঝি হলে সেক্ষেত্রে নারীদের ভাষ্য, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার, আমার কপালের।
১২. শশুর বাড়িতে ভালই আছি, হাজার হোক তারা তো আমার ফ্যামিলি।
১৩. তুমি বন্ধু হতে চাইলে, আমার কোনো আপত্তি নেই। তোমার মতো আমিও ভাবছিলাম এমন কিছু করতে।
এরকম আরও সংবাদঃ
প্রেমের প্রস্তাব যখন বন্ধুর কাছ থেকে…
ব্যাক পেইনের ৮ কারণ
ব্যাক পেইন নিয়ে অস্বস্তিতে আছেন অনেকেই। বলা নেই-কওয়া নেই হুট করে হাজির আর পুরো দিনটাই মাটি। কিন্তু আপনি হয়তো নিজেও জানেন না আপনারই কিছু অভ্যাস ঘরে ডেকে আনছে এই বিড়ম্বনাকে। বিশেষ করে ৮ ধরনের বদভ্যাসের কারণে দেখা দেয় এই অনাকাঙ্ক্ষতি শারীরিক উৎপীড়ন।…
অন্যান্যঃ-
পেটের মেদ কমাবেন যেভাবে
চুলে রঙ করে সৌন্দর্য্য বাড়াতে চান?
টিউশনির ফাঁদে মেয়েরা
চুলের নানা স্টাইল
গরমে চুল খুশকি মুক্ত রাখার কিছু টিপস
সন্দেহ নয় সম্পর্কে
ব্যবসায় সফলতা পেতে ১০ কৌশল
সৌন্দর্য চর্চায় বিপাকও আছে!