

চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে দেশের ৭টি বিভাগের ৭টি জেলার জন্য জেলাভিত্তিক বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ৬টি বিভাগীয় সদর রয়েছে। সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে চট্টগ্রাম জেলায়। এ জেলার জন্য প্রস্তাব করা হয়েছে ৫ কোটি ৬৮ লাখ ২৭ হাজার ৪৫৯ টাকা
বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এই বরাদ্দের প্রস্তাব করেন।
প্রস্তাবিত বাজেটে বরিশাল, চট্টগ্রাম, খুলনা রাজশাহী, রংপুর, সিলেট এবং টাঙ্গাইল জেলার জন্য জেলাভিত্তিক বাজেট প্রণয়ন করা হয়েছে।
প্রস্তাবনায় দেখা গেছে, খুলনা জেলাতে ৩ কোটি ২৯ লাখ ২৯ হাজার ৪৬০ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেলার জন্য ৫ কোটি ৬৮ লাখ ২৭ হাজার ৪৫৯ টাকার সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়া টাঙ্গাইল জেলায় ২ কোটি ২৩ লাখ ৪৯ হাজার ৪২৬ টাকা, রংপুর জেলার জন্য ২ কোটি ৮৪ হাজার ৩৭৪ টাকা, রাজশাহী জেলার জন্য ২ কোটি ১৪ লাখ ৯৭ হাজার ৮৫৮ টাকা, সিলেট জেলার জন্য ২ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ৫৮১ টাকা এবং বরিশাল জেলার জন্য বাজেটে প্রস্তাব করা হয়েছে ২ কোটি ১০ লাখ ৬৫ হাজার ১০৫ টাকা।
এই বাজেট প্রণয়নের উদ্দেশ্য হচ্ছে সরকারের বিভিন্নকার্যক্রমে একটি জেলা কীভাবে প্রভাবিত এবং উপকৃত হয়, তার বিবরণ প্রদান। এতেসরকারের কাজে স্বচ্ছতা এবং দায়বদ্ধতা আরো উন্নত হবে বলে প্রত্যাশাকরেন অর্থমন্ত্রী।
এদিকে গত অর্থবছরে পরীক্ষামূলকভাবে টাঙ্গাইল জেলারজন্য মোট ১ কোটি ৬৭ লাখ ৩৪ হাজার ৫৬৭ টাকা বরাদ্দ রাখা হয়েছিল।যার মধ্যেঅনুন্নয়ন ব্যয় ১ কোটি ১১ লাখ ৮৫ হাজার ৫৪৩ টাকা এবং উন্নয়ন ব্যয় ৫৫ লাখ ৪৯হাজার ২৪ টাকা বরাদ্দ রাখা হয়েছিল।
এইচকেবি/