
আগামি ২০১৪-১৫ অর্থবছরের জন্য ৮৬ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। স্বায়ত্বশাসিত সংস্থাসমূহের নিজস্ব তহবিল থেকে ৫ হাজার ৬৮৫ কোটি টাকা এই বাজেটে অবদান থাকবে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে তিনি এ প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী বলেন, ২০১৪-১৫ র্অথবছরের প্রস্তাবতি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মানবসম্পদ খাতে ২৪ দশমিক ৩ শতাংশ, সার্বিক কৃষিখাতে ২৫ দশমিক ৮ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৪ দশমিক ৩ শতাংশ, যোগাযোগ খাতে ২৩ দশমিক ৩ শতাংশ এবং অন্যান্য খাতে ১২.২৫ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ৫ হাজার ৭৭৮ কোটি টাকা, পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৪ হাজার ৩৪৯ কোটি, শিক্ষা মন্ত্রণালয় ৩ হাজার ৬৪৭, স্থানীয় সরকার বিভাগে ১৩ হাজার ৪৬৭ কোটি, পানি সম্পদ মন্ত্রণালয়ে ২ হাজার ৮৪১ কোটি, কৃষি মন্ত্রণালয় ১ হাজার ৫২৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
এছাড়া বিদ্যুৎ বিভাগে ৯ হাজার ২৭৩ কোটি টাকা, জ্বালানী ও খনিজ সম্পদে ২ হাজার ২২৩ কোটি।
এদিকে চলতি অর্থবছরে সংশোধিত এডিপির আকার করা হয়েছে ৬০ হাজার কোটি টাকা।
এইচকেবি/
এইচকেবি/