১৪টি হাতির সমান ডাইনোসরের ফসিল উদ্ধার

  • syed baker
  • May 17, 2014
  • Comments Off on ১৪টি হাতির সমান ডাইনোসরের ফসিল উদ্ধার
biggest dinosar
biggest dinosar
দানব ডাইনোসরের আবিষ্কৃত হাড় (ছবি- ইন্টারনেট)

একসাথে ১৪টি আফ্রিকান হাতিকে এক পাল্লায় দিলেও অন্য পাল্লা নুয়ে পড়বে ডাইনোসরের ভারে। সম্প্রতি আর্জেন্টিনার মরুভূমিতে এমন এক অতিকায় ডাইনোসরের সন্ধান পেয়েছেন জীবাশ্মবিদরা। ওজনে এবং আয়তনে যা এই পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় ডাইনোসর। খবর বিবিসির।

বিবিসি জানিয়েছে, আর্জেন্টিনার প্যাটাগোনিয়ার এক মরুভূমিতে প্রথম অদ্ভূত কিছু বস্তু খুঁজে পান একজন স্থানীয় খামারকর্মী। পরবর্তীতে জীবাশ্মবিদরা খবর পেয়ে মাটি খুঁড়ে দেখতে পান এই বস্তুগুলো আসলে কোটি বছর আগে লুপ্ত টাইনোসর প্রজাতির ডাইনোসরের হাড়।

জীবাশ্মবিদরা জানান, মাটি খুঁড়ে সবমিলিয়ে তারা প্রায় ১৫০ টির মতো হাড় পাওয়া গেছে। হাড়গুলো এত বড় যে সম্ভবত ডাইনোসরটি ৪০ মিটার লম্বা ও ২০ মিটার উঁচু ছিল। এই হিসেবে দানবটির ওজন ছিল ৭৭ টন, যা ১৪টি হাতি ওজনের সমান।

ফসিল বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওজনের হিসেবে এটিই পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসর। কেননা, এর আগে আবিষ্কৃত সবচেয়ে বড় আর্জেন্টিনোসাউরাস নামক ডাইনোসরের ওজন ছিল ৭০ টন।