

এবারের এসএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে সবমিলিয়ে ৮৯ দশমিক ২৩ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ৩৩৪১ জন। শতভাগ পাস করেছে ৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বোর্ডের সামগ্রিক ফলাফলে মেয়েদের চেয়ে ছেলেরা ভাল ফল করেছে। ছেলেদের পাসের হার ৯০.৮০ ভাগ। আর মেয়েদের পাসের হার ৮৭.৯৭ ভাগ।
শনিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মান্নান খান সাংবাদিকদের এ তথ্য জানান।
পাসের হার অনুযায়ী-সিলেটে ৯০.৯৭%, হবিগঞ্জে ৮৮.২০%, মৌলভীবাজারে ৮৮.৯৯% এবং সুনামগঞ্জে ৮৭.০৮% ভাগ শিক্ষার্থী পাস করেছে। সিলেট জেলায় ১৭২৮ জন, হবিগঞ্জে ৫৭০ জন, মৌলভীবাজাওে ৭৫৬ জন এবং সুনামগঞ্জে ২৮৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
২০১৪ সালের এসএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে সবমিলিয়ে ৬৮২৪৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে অংশ নেয় ৬৮০৮৫ জন। পাস করেছে ৬০৭৫০ জন। পাসের হার ৮৯.২৩%।
বিজ্ঞান বিভাগে অংশগ্রহণকারী ১২ হাজার ৬৪২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ হাজার ৫৮৫ জন। পাশের হার ৯১.৬৪%। মানবিক বিভাগে অংশগ্রহণকারী ৪৮ হাজার ২৩৪ জনের মধ্যে পাস করেছে ৪২ হাজার ৪১০ জন। পাসের হার ৮৭.৯৩%। ব্যবসায় শিক্ষা বিভাগে অংশগ্রহণকারী ৭,২০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬,৭৫৫ জন। পাসের হার ৯৩.৭০।
গতবারের চেয়ে এবার ৫৫২ জন এ প্লাস বেশিপেয়েছে। গতবার ২৭৮৯ জন জিপিএ-৫ পেয়েছিল। আর এবার পেয়েছে ৩৩৪১ জন।
সাংবাদিকদের সাথে আলাপকালে পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। তিনি ফলাফলের এ ধারা অব্যাহত রাখতেসব মহলের সহযোগিতা কামনা করেন।
সিলেট বোর্ডের সেরা বিশ : এবারের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকার শীর্ষে রয়েছে সিলেট ক্যাডেট কলেজ। তারা জিপিএ-৫ পেয়েছে ৫৩টি। দ্বিতীয় স্থানে রয়েছে ব্লু-বার্ড হাইস্কুল। জিপিএ-৫ পেয়েছে ১৯০টি। তৃতীয় স্থানে আছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। জিপিএ-৫ পেয়েছে ১০৯টি।
এছাড়া, সেরা বিশের দশ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ প্রতিষ্ঠান থাকলেও সুনামগঞ্জের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এই তালিকায় আসতে পারেনি।
শনিবার দুপুরে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সেরা বিশের অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে চতুর্থ স্থানে আছে সিলেট সরকারী পাইলট হাইস্কুল, জিপিএ-৫ পেয়েছে ১৪৬টি। পঞ্চম স্কলার্স হোম, জিপিএ-৫ পেয়েছে ৭৯টি। ষষ্ঠ সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে ১২৫টি।
সপ্তম স্থানে আছে হবিগঞ্জের বি.কে.জি.সি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে ১০২টি। অষ্টম স্থানে সিলেটে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জিপিএ-৫ পেয়েছে ১০২টি। নবম স্থানে হবিগঞ্জের সরকারী হাইস্কুল, জিপিএ-৫ পেয়েছে ৮৯টি। দশম স্থানে রয়েছে মৌলভীবাজারের রেসিডেন্টিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, জিপিএ-৫ পেয়েছে ৬৮টি। একাদশ স্থানে আছে জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল, জিপিএ-৫ পেয়েছে, ৩১টি।
দ্বাদশ স্থানে মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কে.জি অ্যান্ড হাইস্কুল, জিপিএ-৫ পেয়েছে ৩২টি। ত্রয়োদশ স্থানে মৌলভীবাজার সরকারী হাইস্কুল, জিপিএ-৫ পেয়েছে ৬৩টি। চতুর্থদশ স্থানে হবিগঞ্জের গোবিন্দুপর সরকারী হাইস্কুল, জিপিএ-৫ পেয়েছে ৪৪টি। ১৫তম স্থানে সিলেটের আল-আমিন জামিয়া ইসলামিয়া হাইস্কুল, জিপিএ-৫ পেয়েছে ৪০ টি। ১৬তম স্থানে সুনামগঞ্জের সরকারী এসসি বালিকা উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে ৪৭টি।
১৭তম স্থানে মৌলভীবাজারের রাজনগর আইডিয়াল হাইস্কুল, জিপিএ-৫ পেয়েছে ২৪টি। ১৮তম স্থানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাইস্কুল, জিপিএ-৫ পেয়েছে ৩৩ টি। উনিশতম স্থানে মৌলভীবাজারের আলী আমজাদ সরকার বালিকা উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে ৪৩টি। বিশতম স্থানে রয়েছে সিলেটের পুলিশ লাইনস বালিকা উচ্চবিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে ৪৩টি।
সাকি/