

দুই ব্যাংকের স্থান হয়েছে সাপ্তাহিক লুজার তালিকায়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন লুজার তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। অপর ব্যাংক রূপালী রয়েছে দশম স্থানে।
আগের সপ্তাহের তুলনায় শাহজালাল ব্যাংকের শেয়ার দর কমেছে ১৫ দশমিক ৮৩ শতাংশ। এই ব্যাংক পুরো সপ্তাহে লেনদেন করেছে ৩ কোটি ৭৯ লাখ টাকার। আর রূপালী ব্যাংকের শেয়ার দর কমেছে ১৩ দশমিক ০৯ শতাংশ। এই শেয়ার লেনদেন করেছে ৫৮ লাখ ৪৮ হাজার টাকার।
এছাড়া টপটেন লুজার তালিকার শীর্ষে ওষুধ ও রসায়ন খাতের রেনেটা লিমিটেড। এই শেয়ারের দর কমেছে ২৫ দশমিক ৬২ শতাংশ। পুরো সপ্তাহে এই শেয়ার লেনদেন করেছে ১১ কোটি ৩৮ লাখ টাকার।
এছাড়া লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এই সপ্তাহেই লভ্যাংশ ঘোষণা করা এমবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড। এই ফান্ড ২০১৩ সমাপ্ত বছরে ৩ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। এই শেয়ারের দর কমেছে ২১ দশমিক ৪৩ শতাংশ।
বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড রয়েছে তালিকার তৃতীয় স্থানে। এই শেয়ারের দর কমেছে ১৮ দশমিক ৮৮ শতাংশ। এছাড়া এসিআই লিমিটেডের শেয়ার দর ১৭ দশমিক ৭২ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের ১৬ দশমিক ৪৯ শতাংশ, বিডি ফিন্যান্সের ১৫ দশমিক ১৪ দশমিক ৬৩ শতাংশ, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ১৪ দশমিক ০১ শতাংশ এবং সোনারবাংলা ইন্স্যুরেন্সের ১৩ দশমিক ১৪ শতাংশ কমেছে।
অর্থসূচক/এমআরবি/