শাহজালাল বিমানবন্দরে ১২ কেজি স্বর্ণ উদ্ধার: আটক ৩

goldbar
স্বর্ণের বার
ফাইল ছবি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কেজি ওজনের ১০১ টি সোনার বারসহ তিন যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। শনিবার সকাল সাড়ে নয়টায় সোনার বারগুলো উদ্ধার করা হয়।

বিমান বন্দর কাস্টমসের সহকারী কমিশনার ইসরাত জাহান রুমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৫২ এর তিন যাত্রীর দেহ তল্লাশী করা হয়। এসময় ১২ কেজি ওজনের ১০১ টি স্বর্ণের বার উদ্ধার ও তাদেরকে আটক করা হয়।

এসব স্বর্ণের বাজার মূল্য ছয় কোটি টাকা বলে জানান তিনি।

আটক হওয়া যাত্রীরা হলেন- জয়নাল, সবুজ ও রুমান।