‘মানবাধিকার প্রত্যেক মানুষের জন্মগত অধিকার’

খুলনা মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান
বাংলাদেশ মানবাধিকার সম্মেলন খুলনা বিভাগী সম্মেলনে বক্তব্যা নাখছেন মেয়র মুহাম্মদ মনরিুজ্জ্মান
বাংলাদেশ মানবাধিকার খুলনা বিভাগীয় সম্মেলনে বক্তব্যা রাখছেন মেয়র মুহাম্মদ মনরিুজ্জ্মান

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, মানবাধিকার প্রত্যেক মানুষের জন্মগত অধিকার। কিন্তু এ দেশের অনেকেই এখনও মানবাধিকার সম্পর্কে সচেতন নন। তিনি সকল স্তরের মানুষকে নিজের অধিকার সম্পর্কে সচেতন করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার দুপুরে খুলনা বিভাগীয় জাদুঘর মিলনায়তনে  মানবাধিকার কমিশনের খুলনা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার সনদের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বাংলাদেশ মানবাধিকার কমিশন দেশে মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণে নিবেদিত হয়ে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস তুলে ধরে সিটি মেয়র বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আজ বিপর্যস্ত। যে বৈষম্য ও ব্যবধানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল, পাকিস্তান সরকারের বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়েছিল তার থেকে আরো নিকৃষ্ট ধরনের বৈষম্য ব্যবস্থা সমাজে চালু হয়েছে।

তিনি বলেন, এই ভুখণ্ডের মানুষের আকাঙ্খা ছিল একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র যেখানে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে। আমাদের সংবিধানে এ আকাঙ্খার কথা উল্লেখ থাকলেও সেটা আজো বাস্তবায়িত হয়নি। সংবিধান রক্ষা করার দায়িত্ব যাদের হাতে ছিল তারা সংবিধানের তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছামত রাষ্ট্র ও রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেছে। ফলে রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রীয় সকল সংস্থার প্রতি আজ আস্থার সংকট তৈরী হয়েছে। যারা মানবাধিকার রক্ষা করবেন বলে শপথ গ্রহণ করেছেন তারা শপথ ভঙ্গ করছেন উল্লেখ করে তিনি সকলের মানবাধিকার নিশ্চিত করার দাবী জানান।

এর আগে সিটি মেয়র বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলননের উদ্বোধন করেন এবং মানবাধিকার বিষয়ে একটি সচেতনতামূলক র‌্যালীর নেতৃত্ব দেন।

কমিশনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী আলহাজ্ব মো. ফজলুর রহমান শরীফের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কমিশনের কেন্দ্রীয় মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার ও মংলা পৌরসভার মেয়র মো. জুলফিকার আলী।

সম্মেলন পরিচালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এ্যাড. ওয়ালিউল ইসলাম ও সদস্য সচিব এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে কমিশনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম, খুলনা জেলা কমিটির সহ-সভাপতি এ্যাড. অলোকা নন্দা দাস সহ খুলনা বিভাগের সকল জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।

সম্মেলনে সিটি মেয়র মুক্তিযুদ্ধ ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৮ জন মানবাধিকার কর্মীর হতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।