

ফিফা বিশ্বকাপের আর্জেন্টিনা দলে রক্ষণভাগের জন্য প্রাথমিকভাবে ১০ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছেন কোচ আলেসান্দ্রো। এই তালিকায় রয়েছেন ম্যান সিটির ক্লাবের ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিস।
বিশ্বকাপে দেশের পক্ষে মাঠে নামার সুযোগ পাওয়ার আনন্দে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন ডেমিচেলিস। কোচ আলেসান্দ্রো সাবেলার আয়োজনে ব্যক্তিগত পার্টিতে তা স্বীকারও করলেন তিনি।
ম্যান সিটির এই ডিফেন্ডার বলেন, ‘আমি কখনও ভাবিনি, দলে আবার ডাক পাবো। এই বছরটাই আসলে আমার জন্য অনেক শুভ। কেননা, মাত্র কয়েকদিন আগেই আমরা ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা ঘরে তুলেছি। তবে বিশ্বকাপে খেলার সুযোগ তার চেয়েও বড় পাওয়া।’
তিনি বলেন, ‘অনেকবার আমাকে প্রশ্ন করা হয়েছিল, দলে ডাক পেলে কী করবো? সব সময় আমি একটা উত্তরই দিয়েছি, শারীরিকভাবে ফিট হলে দল অবশ্যই আমাকে ডাকবে।’
৩৩ বছর বয়সী ডেমিচেলিস বলেন, আমি নিয়মিত বায়ার্ন মিউনিখের হয়ে খেলতাম। এরপর আসলাম ম্যান সিটিতে। এর আগে ৩৭ বার আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামার সুযোগ হয়েছে আমার। এবার ভেবেছিলাম, আর্জেন্টিনার হয়ে আর খেলতে পারব না। প্রাথমিক দলে আমার নাম আছে। আশা করছি, চূড়ান্ত স্কোয়াডেও আমাকে রাখা হবে।’
কোয়ালিফাইং পর্বে দেশের পক্ষে মাত্র দুইটি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল তার। কিন্তু ম্যান সিটির হয়ে তিনি এই মৌসুমে খেলেছেন ২৭টি ম্যাচ। ম্যান সিটির ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জিততে এই আর্জেন্টাইনের ভূমিকাও অনেক বেশি। গোলপোস্ট রক্ষায় ডেমিচেলিসের দুর্দান্ত ফর্মই হয়তো ভাগ্য বদলে দিয়েছে তার। পুরস্কার হিসেবে ডাক মিলেছে দেশের বিশ্বকাপ স্কোয়াডে।
আর্জেন্টিনা দলের প্রাথমিক স্কোয়াডে থাকা রক্ষণভাগের অন্য খেলোয়াড়েরা হলেন-পাবলো জাবালেতা, ফ্রেডরিকো ফার্নান্দেজ, এজেকুয়েল গ্যারে, মার্কোস রোজো, হুগো ক্যাম্পানারো, হোসে বাসান্তা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো লোপেজ এবং গাব্রিয়েল মার্সেডো।
এসএসআর/এআর