বিকেলে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • Emad Buppy
  • May 17, 2014
  • Comments Off on বিকেলে বিএনপির বিক্ষোভ সমাবেশ
bnp
bnp
বিএনপি লোগো

আজ বিকেল ৪টায় ঢাকা মহানগরীরর থানায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। নারায়ণগঞ্জসহ সারাদেশে খুন, গুম ও অপহরণের প্রতিবাদে জনসভার অনুমতি না পাওয়ায় এই কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

তরিকুল বলেন, জনসভার অনুমতি প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আইজিপিকে বলে দিয়েছি, আপনারা তার সঙ্গে কথা বলেন। আইজিপির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনারা ডেমরা, যাত্রাবাড়ী নয় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেন। এই কথাটির অর্থ হলো এখন আমি যেতে চাচ্ছি কক্সবাজারে ওনি আমাকে পঞ্চগড়ে যেতে বলছেন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে খুন হওয়া নজরুল চন্দনরা যেভাবে জীবিত ফেরত আসেনি। ঠিক একইভাবে বিএনপি অনুমতি জন্য চেষ্টা করেও শেষ পর্যন্ত জনসভার অনুমতি পায়নি।

সমাবেশের অনুমতি না দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, পুলিশ বাহিনীকে আওয়ামী বাহিনীতে পরিণত করা হয়েছে। দেশব্যাপী খুন ও গুমের উৎকণ্ঠা দূর করতে বেগম জিয়া জনসভা করতে চেয়েছিলেন। এজন্য গত কয়েক দিন ধরে এসব এলাকায় গণসংযোগ চলছে। নেতাকর্মীরা জনসমাবেশে আসার জন্য জনগণের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালিয়েছে।

এ সরকার গণতান্ত্রিক সরকার নয়। তাই বিএনপির এ গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না বলে তিনি এ সময় মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, রহুল কবির রিজভী, অর্থ-সম্পাদক আবদুস সালাম, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামিমুর রহমান শামিম প্রমুখ।

এমআর/কেএফ