পুল থেকে দেখা যাবে পুরো শহর

building
building
পরিকল্পিত সুইমিং পুল (ছবি-ইন্টারনেট)

প্রযুক্তির কল্যাণে আজ অনেক অসাধ্যকেই সাধন করেছে মানুষ। এই ব্যবস্থাকে কাজে লাগিয়ে মানুষ শুধু চাঁদেই যায়নি, বরং জীবনকেও করেছে  অনেক স্বfচ্ছন্দ্যময়। তাই জীবনকে আরও বেশি স্বাচ্ছন্দ্যময় করে তুলতে সম্প্রতি সিঙ্গাপুরের বিসাইনে দুটি আকাশচুম্বী বিলাসবহুল দালান তৈরি করতে যাচ্ছে  স্থাপতিরা। এ দালান দুটির বিশেষত্ব হল সংযোগকারী ব্রীজের সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতেই পুরো শহর দেখতে পারবেন এ বিলাসবহুল অ্যাপার্টমেন্টের  বাসিন্দারা। খবর ডেইলি মেইলের।

পরিকল্পিত ভবন (ছবি- ইন্টারনেট)
পরিকল্পিত ভবন (ছবি- ইন্টারনেট)

জানা গেছে, আকাশচুম্বী ৩৮ তলার দুটি আকাশচুম্বী দালান থাকবে। দুটো দালানের মধ্যে সংযোগ স্থাপন করতে থাকবে তিনটি ব্রীজ। আর বিশালাকার  এ দালান দুটির ৩৮ তলায় একটি সুইমিং পুল থাকবে এবং নিচের তলাতেও সুইমিং পুল থাকবে। তবে নিচের তলার পুকুরের চারপাশে তালগাছ থাকবে।

এছাড়া এ দালানগুলোতে ৫৭৪টি রুম থাকবে। এমনকি এই দালানগুলোর প্রতিটি ফ্লাট এমনভাবে তৈরি হবে যেন প্রতিটি বেডরুমের সাথেই একটা করে ছোট স্টাডি রুমসহ চারটি বেডরুম থাকবে। এক কথায় বিলাসী জীবন যাপনের সব সুযোগ থাকবে এই ভবনটিতে। ভবন দুটির নির্মাণ কাজ শেষ হবে ২০১৫ সালে।

আরও জানা গেছে,  আর এই দালান দুটির নকশা প্রণয়ন করেছেন ইসরাইলি-কানাডিয়ান স্থপতি মোসি সাফডি। এর আগেও ১৯৬৭ সালে মন্ট্রিলে এমন একটা দালান তৈরি করেছিলেন তিনি।