
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আয় কমেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এই কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে ১১ শতাংশ। কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এই তথ্য জানা যায়।
আলোচিত প্রান্তিকে এই কোম্পানির মুনাফা হয়েছে ২ কোটি ৩৩ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ৬২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানির মুনাফা ছিল ২ কোটি ৫৯ লাখ টাকা। আর ইপিএস ছিল ৭০ পয়সা।
উল্লেখ্য এই কোম্পানি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এই কোম্পানির মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ১৫ দশমিক ০৩। কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার লেনদেন করে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বর্তমানে এই কোম্পানির মোট শেয়ারের মধ্যে ৪২ দশমিক ৩১ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে। বাকী ৫৭ দশমিক ৬৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।
অর্থসূচক/এমআরবি/