আবারো শীর্ষে ঠাকুরগাঁও জিলা স্কুল

  • Emad Buppy
  • May 17, 2014
  • Comments Off on আবারো শীর্ষে ঠাকুরগাঁও জিলা স্কুল
thakurgong map
thakurgong_logo
ঠাকুরগাঁও ম্যাপ

ঠাকুরগাঁওয়ে এবারো ঠাকুরগাঁও জিলা স্কুল শীর্ষ স্থান লাভ করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থানে পীরগঞ্জ বনিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

চলতি শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের সম্মিলিত শ্রেষ্ঠ ২০ প্রতিষ্ঠানের মধ্যে ঠাকুরগাঁও জিলা স্কুল (সরকারি বালক উচ্চ বিদ্যালয় ) ৩য় স্থান অধিকার করেছে। আর ১৬তম স্থানে রয়েছে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

ঠাকুরগাঁও জিলা স্কুলের ২০৮ জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেছে।  মোট পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯১ জন।

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শতভাগ পরীক্ষায় পাশ করেছে। এ প্রতিষ্ঠানে ২৪৯ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ১৮০ জন জিপিএ ৫ পেয়েছে। জেলার সেরা ১০টির মধ্যে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান হলো- নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাহারভাঙ্গা হাই স্কুল, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ও উমোদ আলী হাইস্কুল।

ফল বিপর্যয় ঘটেছে শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান মথুরাপুর পাবলিক হাইস্কুল ও ঠাকুরগাঁও সুগারমিলস হাই স্কুল। গতবার ঠাকুরগাঁও সুগার মিলস হাই স্কুল টপ টেনের মধ্যে ৫ম স্থান এবং মথুরাপুর পাবলিক হাই স্কুল ১০ম স্থান অধিকার করে।

কেএফ