

মনভোলানো হাসি দিয়ে মাতিয়েছেন গোটা বিশ্ব। তাইতো তিনি হাজারো পুরুষের হৃদয়ের রানী। বলিউডের অন্যতম জনপ্রিয়, আকর্ষণীয় অভিব্যক্তি এবং অসাধারণ অভিনয় ক্ষমতার অধিকারী অভিনেত্রী মাধুরী দীক্ষিতের আজ জন্মদিন। আজ থেকে ঠিক ৪৬ বছর পূর্বে মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। তখন কারও জানা ছিল না এই ছোট হাস্যোচ্ছল মেয়েটি একদিন বলিউডের রাজকন্যায় পরিণত হবেন।
এদিকে পরিবারের সাথেই জন্মদিন কাটাবেন বলে জানিয়েছেন মাধুরী। আর ৪৬ তম জন্মদিনে তিনি ভক্তদের ভালোবাসা পেয়ে অনেক খুশি বলেও জানান।
উল্লেখ্য, ১৫ মে ১৯৬৭ সালে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮৪ সালে ‘অবোধ’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। এরপর ১৯৮৮ সালে ‘তেজাব’ ছবির মাধ্যমে দর্শক মহলের সর্বত্র বিপুল সাড়া ফেলেন তিনি।
প্রায় ১০০ এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেন মাধুরী। আজা নাচলে, মৃত্যুধান, পুকার, লজ্জা, দেবদাস তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা। হিন্দী সিনেমায় অনবদ্য ভূমিকার জন্য পাঁচ পাঁচবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ পেয়েছেন ২০০৮ সালে ভারত সরকারের ৪র্থ সর্বোচ্চ পদ্মশ্রী পুরস্কার্।