‘সাত খুনের ঘটনায় সরকার বসে নেই’

  • Emad Buppy
  • May 16, 2014
  • Comments Off on ‘সাত খুনের ঘটনায় সরকার বসে নেই’
Asadujaman
Asadujaman
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় সরকার বসে নেই। একটু ধীরগতিতে হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত অভিযুক্তদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।

শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির মহড়াকক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সকলের বিচার হবেই হবে। আর তদন্তে যাদের নাম আসবে তাদের শাস্তি দিতে সরকার পিছপা হবে না।

তিনি বলেন, শেখ হাসিনা যেদিন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিল সেদিন এ দেশের মানুষ তাঁর জন্য অনেক কেঁদেছিল। সারা দেশের মানুষ সেদিন তার জন্য চোখের পানি ফেলেছিল।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের খুনের ঘটনা নিয়ে কোনো জজ মিয়া নাটকের সৃষ্টি হবে না। এই ঘটনার সঙ্গে জড়িতদের কোনোদিনই ছাড় দেওয়া হবে না।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের নেতা আফজাল হোসেন, জি এম আতিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ-সম্পাদক অরুণ সরকার প্রমুখ।