শেষ পর্যন্ত গান্ধীদের মান বাঁচালেন রাহুল

  • syed baker
  • May 16, 2014
  • Comments Off on শেষ পর্যন্ত গান্ধীদের মান বাঁচালেন রাহুল
rahul gandhi
rahul gandhi
রাহুল গান্ধী (ফাইল ছবি)

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজ আসনে বিজয়ী হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে তার এই জয় কংগ্রেসের সামষ্টিক পরাজয়ে কোন প্রভাব ফেলবে না। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারতজুড়ে ভরাডুবিতে কংগ্রেস যখন খাদের কিনারায়, তখন দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর পরাজয়ের শঙ্কা দলটির জন্য মড়ার ওপর খাড়ার ঘা হতে যাচ্ছিল। বিশেষ করে, কংগ্রেসের এই পরাজয়ে তার ব্যর্থতাকেই দায়ি করছিলেন অনেকেই। তাই ভোট গণনার প্রথম দিকে রাহুল পিছিয়ে পড়াতে প্রমোদ গুণছিলেন তার সমর্থকরা। তবে শেষ পর্যন্ত গান্ধীদের মান রক্ষা করলেন রাজিব-সোনিয়া তনয়।

গান্ধী পরিবারের আসন বলে খ্যাত আমেথিতে ভোট গণণা শেষে দেখা গেছে স্মৃতি ইরানী ও কুমার বিশ্বাসকে ডিঙিয়ে লোকসভার টিকেট জয় করেছেন রাহুল। তবে তিনি কত ব্যবধানে অন্যদের হারিয়েছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি।