মোদি ম্যাজিকে এবার ভারত বদলানোর প্রত্যয় বিজেপির

  • syed baker
  • May 16, 2014
  • Comments Off on মোদি ম্যাজিকে এবার ভারত বদলানোর প্রত্যয় বিজেপির
modi magic
modi magic
মোদির মুখোশ হাতে এক সমর্থক (ফাইল ছবি)

নরেন্দ্র মোদির ম্যাজিকে দীর্ঘ আট বছর পর আবার দিল্লীর মসনদে আসীন হতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের সভাপতি রাজনাথ সিং থেকে শুরু করে সবাই উচ্ছ্বসিত এই জয়ে। এই ম্যাজিকের চমক এতটাই অবাক করার মত যে, এল কে আদভানির মুখেও শোনা যাচ্ছে মোদির প্রশংসা। তবে এই জয়ে আনন্দিত সবার নেতার মুখে এখন একটাই প্রত্যয়, আগামি দিনে ভারতকে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছে দেওয়া। খবর টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি ও ইন্ডিয়া টুডের।

সাধারণ চা বিক্রেতা থেকে ভারতের মতো দেশের প্রধানমন্ত্রী, এই পথ মোটেও সহজ ছিল না মোদির জন্য। তার ওপর গুজরাটের দাঙ্গার মতো একাধিক বিতর্ক বিষয় পথের কাঁটা হয়ে দাড়িয়েছে বহুবার। তবে নিন্দুকের নিন্দা বিন্দুমাত্র টলাতে পারেনি তার পর্বতের মতো অটল ব্যক্তিত্বকে। এরই পুরষ্কার স্বরূপ পুরো ভারতই সমর্থন দিয়েছে মোদিকে। মূখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হওয়ার পর মোদি জানালেন, তার পদ পাল্টাতে পারে, কিন্তু কাজ বা দায়িত্ব পাল্টাবে না। মোদির লক্ষ্য আগামি চার বছরের মধ্য গুজরাটের মতো পাল্টে দিতে হবে সমগ্র ভারতকে। তিনি এই জয়কে ভারতের ইতিহাসের নতুন অধ্যায় বলে আখ্যায়িত করেছেন। নির্বাচনের জয়ের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, এই জয় পরিবর্তনের, এই জয় ভারতবাসীর। সামনে নতুন দিন আসছে।

মোদির নেতৃত্বে এই জয়ে উচ্ছ্বসিত বিজেপি প্রধান রাজনাথ সিং। মোদিকে প্রধানমন্ত্রী মনোনয়ন দিতে গিয়ে এলকে আদভানির মতো নেতার বিরাগভাজন হতে হয়েছে তাকে। তাই জয়ে অন্যদের চাইতে একটু বেশি আনন্দিত তিনি। এক বার্তায় তিনি এই জয়কে অসাধারণ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘ভারতের সাফল্যের কাহিনি লেখার সময় এসেছে। তিনি আরও বলেন, আমি খুশি। ১৯৮৪ সালের পর হয়তো এই প্রথম, যখন স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাওয়া গিয়েছে। বিজেপি এমন একটি দল, যা কংগ্রেসের চেয়েও বড় হয়েছে। প্রথম বার জাতি-ধর্ম ইত্যাদির বেড়াজাল পেরিয়ে সাফল্য অর্জন করা গিয়েছে। নরেন্দ্র মোদি অনেক পরিশ্রম করেছেন। এত কম সময়ে কেউই এত বেশি সমাবেশ করেননি।

বিজেপির আরেক নেতা অমিত শাহ বললেন, ভারত মোদির নেতৃত্বে নতুনভাবে সংগঠিত হতে যাচ্ছে। তিনি আরও বলেন, আগামি দিনের জন্য নতুন ও পরিবর্তিত ইতিহাস লিখতে যাচ্ছি আমরা।

মোদির ঘরের শত্রু বলে পরিচিত এলকে আদভানিও তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। তিনি বলেন, এই জয়ে তার অসাধারণ ভূমিকা ছিল।

একই কথা শোনা গেছে আদভানির ঘনিষ্ঠ বলে পরিচিত সুষমা স্বরাজের মুখে। সরকার গঠনের ব্যাপারে তিনি জানিয়েছেন, একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও জোটের অন্যদেরকে নিয়ে সরকার গঠন করবে বিজেপি।

এই জয়ে পুরো ভারতই বলতে গেলে বিজেপি সমর্থকে রূপান্তরিত হয়েছে। নির্বাচনের জয়ের পর তাই দলীয় নেতাদের এবারের লক্ষ্য, ভারতবাসীর রায়কে সঠিক প্রমাণ করা।